ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ

Show Important Question


21) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হল—
A) পুষ্পগিরি
B) ধবলগিরি
C) দোদাবেতা
D) আনাইমুদি

22) গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
A) আরাবল্লী
B) সিঙ্গলিলা
C) কারাকোরাম
D) ধাওলাধর

23) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
A) দোদাবেতা
B) পাটকই
C) আনাইমুদি
D) গুরুশিখর

24) কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত কে পৃথক করে ?
A) নীলগিরি পর্বত
B) সাতপুরা পর্বত
C) হিমালয় পর্বত
D) কোনোটিই নয়

25) কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বতশ্রেণী?
A) নীলগিরি
B) পীরপঞ্জাল
C) হিমালয়
D) ধৌলগিরি

26) পির পঞ্জাল পর্বত শ্রেণি কোন রাজ্যে অবস্থিত?
A) গুজরাট
B) পাঞ্জাব
C) জম্মুকাশ্মির
D) অন্ধ্রপ্রদেশ

27) বাবাবুদান পর্বত কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) কেরালা
D) অরুণাচল প্রদেশ

28) গুরুশিখর শৃঙ্গ টি কোথায় অবস্থিত--
A) গুজরাট
B) মহারাষ্ট্র
C) মধ্যপ্রদেশ
D) রাজস্থান

29) সাতপুরা পর্বতের সর্বচ্চো শৃঙ্গ এর নাম
A) কাঞ্চনজঙ্ঘা
B) গুরু শিখর
C) ধূপগড়
D) দোদাবেতা

30) সহাদ্রি পর্বতমালার আগের নাম কী?
A) পূর্বঘাট
B) পশ্চিমঘাট
C) নীলগিরি
D) সাতপুরা